সুদীপ্ত শেঠ, দাসপুর: বাজারের চীনা বাতির রমরমা ব্যাবসা, সমস্যা হয়ে দাঁড়িয়েছে দাসপুরের মৃৎ শিল্পীদের৷ দাসপুর-২ ব্লকের কবিচক এলাকায় মৃৎ শিল্পের সাথে যুক্ত রয়েছেন প্রায় ২০টি পরিবার৷ কালীপুজোর সময় বাড়তি উপার্যনের দীপাবলির প্রদীপ এতোদিন ছিল ভরশা৷ কিন্তু প্রদীপ তৈরি করেও উপর্যনের আশা ক্রমশ আঁধারে পরিনত হচ্ছে৷ কারণ হিসেবে বাজারে চীনা বাতির রমরমা ব্যাবসাকে দায়ি করছেন মৃৎ শিল্পীরা৷ শিল্পী সুকুমার পাল, দয়ানন্দ পাল প্রমুখ বলেন, [quote style=’1′ cite=”]বাজারে এসেছে চীনা মিনিচার, মানুষ তাই কিনেই আলোর উৎসবে মাতছেন৷ মাটির প্রদীপে ঝোঁক নেই! চাহিদা তাই বেশ কম৷ আগামী দিনে এই কাজের সাথে যুক্ত থেকে আমাদের দিনগুজরান করা সম্ভব হবে কী না তাতেও রয়েছে প্রশ্ন![/quote]বাজারে এসেছে চীনা মিনিচার, মানুষ তাই কিনেই আলোর উৎসবে মাতছেন৷ মাটির প্রদীপে ঝোঁক নেই! চাহিদা তাই বেশ কম৷ আগামী দিনে এই কাজের সাথে যুক্ত থেকে আমাদের দিনগুজরান করা সম্ভব হবে কী না তাতেও রয়েছে প্রশ্ন!