ওয়েব ডেস্ক,দাসপুর: কিছুদিন আগেই রাতে রাস্তার মধ্যে থাকা খোলা গভীর গর্তে পড়ে আহত হয়েছিল তিন যুবক। আজ আবার অসতর্কতাবশত জেসিবি মেশিনের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিপত্তি।
ঘটনা দাসপুর-১ ব্লকের ঘাটাল-মেদিনীপুর সড়কের রাজনগরের।
রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটাল-মেদিনীপুর সড়কের লঙ্কাগড় থেকে বকুলতলা সড়কের প্রশস্তিকরণ ও দৃঢ়ীকরণের কাজ চলছে।
আজ বিকেলে ওই কাজের বরাত পাওয়া ঠিকাদারের শ্রমিকের চালিত জেসিবি অসাবধানতা বসত বিদ্যুতের খুটিতে লেগে খুঁটি ভেঙে বিপত্তি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে বিদ্যুতের তারে বিদ্যুৎ ছিল। দুর্ঘটনার সময় রাস্তায় তেমন ভিড় ছিল না। ব্যস্ত সময়ে হলে বড় দুর্ঘটনা হতে পারত!
স্থানীয়দের বক্তব্য রাস্তা তৈরীতে প্রচুর ঢিলেমি দিচ্ছেন বরাত পাওয়া ঠিকাদার। দীর্ঘ সময়ধরে এভাবে কাজ চলায় সবাই তিতিবিরক্ত!
ঠিকাদার কর্মীরা জানায়,তারাএকটানা কাজ করতে পারছে না! মাঝে মধ্যেই জমি সংক্রান্ত প্রতিরোধের মুখে পড়ে কাজ স্থগিত রেখে মেশিন ফেরাতে হচ্ছে। স্বাভাবিক ছন্দে কাজ চললে হয়তো আরও বেশি কাজ করা যেত। আর রাস্তার ছোটো পরিসরের মধ্যেই জেসিবি মেশিনদিয়ে কাজ যথেষ্ট কষ্টসাধ্য। কর্মীরা যথেষ্ট অভিজ্ঞ কিন্তু দুর্ঘটনা বলে কয়ে আসে না! রাস্তার কাজের সময় কর্মীদের সাথে পথচলতি মানুষদেরকেও সচেতন থাকতে হবে।