এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ট্রিনিটি চার্চের উদ্যোগে ঘাটালে পালিত হল যীশুর জন্মদিন

Published on: December 25, 2018 । 2:35 PM

যীশুখৃষ্টের জন্মদিবস উপলক্ষ্যে ঘাটাল টাউন হলে ঘাটাল মহকুমার খৃষ্ট ধর্মাবলম্বী মানুষেরা মিলিত হয়ে তাদের ধর্মগুরুর জন্মদিন পালন করলেন। অনুষ্ঠানে উপস্থিত ধর্ম যাজক অ্যাশলে জানান,ট্রিনিটি চার্চের আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বী এবং প্রভু যীশুকে যারা ভালোবাসেন তাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান। বিভিন্ন খ্রিষ্ট ধর্মীয় গান ও বিশ্বে শান্তির প্রার্থনার মাধ্যমে দিনটি পালিত হয়। খ্রীষ্ট ধর্ম সম্বন্ধে খ্রীষ্ট ধর্ম গুরুরা এদিন আলোচনাও করেন।

Read More ঘাটালে রাধাগোবিন্দ জিউ মন্দিরের মহোৎসবে হাজার হাজার ভক্তের ভিড়

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭