সুকান্ত চক্রবর্তী ও অসীম বেরা: আজ ২ মার্চ চন্দ্রকোণা থানার ভগীরথপুরে প্রাচীন একটি তেঁতুল গাছে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই আগুন দেখেই ভয় পেয়ে যান ওই গ্রাম সহ পাশাপাশি গ্রামের মানুষ জন। কী করে আগুন লাগল তার কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘাটাল থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










