এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে টাওয়ারের গর্তে পড়ে ষাঁড়ের মৃৃৃৃত্যু

Published on: December 20, 2018 । 4:21 AM

মোবাইল টাওয়ারের গর্তে পড়ে ষাঁড়ের মৃত্যু৷ গর্তে আটক ষাঁড়কে উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন স্থানীয় বাসীন্দারা৷ কিন্তু শেষ রক্ষা হলো না!
ঘাটাল শহরের অনুকূল আশ্রমের সামনে একটি মোবাইল টাওয়ারের জন্য গর্ত খোঁড়ার কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। সেখানেই আজ ২০ ডিসেম্বর সকালে একটি ষাঁড় পড়ে যায়। তা চোখে পড়ার পরেই ঘটনার কথা জানানো হয় প্রশাসনকে৷ তার পরেই ওই ষাঁড়টিকে উদ্ধারের জন্য দমকল বাহিনী ঘটনাস্থলে যায়৷ ষাঁড়টিকে উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ঘটে ষাঁড়টির৷ ঘাটাল শহরের বাসীন্দা শান্তিদত্ত কর্মকার বলেন, অবলা প্রাণীটি গর্তে বন্দী দেখে প্রথমে সকলে মিলে উদ্ধারের চেষ্টা করেছিলাম৷ কিন্তু গর্তটি প্রস্তে ছোট হওয়ার কারণে দমকলকে বিষয়টি জানানো হয়েছিল৷ কিন্তু শেষ রক্ষা হলো না৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364