এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের সোনার দোকানে ক্রেতা সেজে দুঃসাহসিক চুরি,সিসিটিভি ফুটেজে উঠল দুষ্কৃতির ছবি

Published on: December 11, 2018 । 8:08 AM

সোনার দোকান খোলামাত্র খদ্দের, আপ্লুত দোকানদার। এটা ওটা দেখার ছলেই ক্রেতা সেজে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি। সকাল ১০টা নাগাদ এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে ঘাটাল আলামগঞ্জের মেসার্স মহেন্দ্র লাল মণ্ডল নামের এক সোনার দোকানে।ঘটনার আকষ্কিকতায় হতভম্ব দোকানদার। সাথে সাথে ঘাটাল থানায় অভিযোগ জানালে ঘটনা পূর্নাঙ্গ তদন্ত শুরু করেছে ঘাটাল পুলিস।

আরও পড়ুন- ক্রিকেট নিয়েই এগোতে চায় বসন্তকুমারীর ছাত্রী সুদেষ্ণা

দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিস। সেই ফুটেযে ইতি মধ্যেই একজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। ঘাটাল জুড়ে তল্লাশি শুরু হয়েছে।

সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই দুষ্কৃতি 

মোবাইলে খবর পড়তে এইখানে ক্লিক করুন  Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭