এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অভিমানে জঙ্গলে ৩ দিন যাপনের পর মৃত্যু দাসপুরের বৃদ্ধের

Published on: July 22, 2019 । 8:40 PM

রবীন্দ্র কর্মকার: পারিবারিক অশান্তির জেরে বাড়ি ছেড়ে পালিয়ে বাড়ির সামনেই এক ঝোপে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দাসপুর হোসেনপুরের কালীপদ ভুঁইঞা(৭০)। বাড়ির শত অনুরোধ সত্ত্বেও বাড়ি মুখো হননি।  পরে তাঁকে অসুস্থ অবস্থায় সেই ঝোপ থেকেই উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করতে হয়। অবশেষে রবিবার রাত ৩টায় ঘাটাল হাসপাতালে তাঁর মৃত্যু হল।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177