নিজস্ব সংবাদদাতা: কালী পুজো উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল দাসপুর-২ ব্লকের কৈজুড়ি মিলন মন্দির ক্লাব। আজ ১ নভেম্বর সেই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত, জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি সুদীপ মণ্ডল, সমাজ কর্মী কাশীনাথ মণ্ডল, শিক্ষক অনিরুদ্ধ মণ্ডল প্রমুখ। আজ খেলাটি উপভোগ করার জন্য দাসপুর-২ ব্লক ছাড়াও হুগলি জেলার একাংশের মানুষ উপস্থিত ছিলেন বলে ক্লাবসূত্রে জানানো হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












