মনসারাম কর: ঘাটালে পথ অবরোধ। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন ঘাটাল থানার মারিচ্যা গ্রামের বাসিন্দারা। আজ ২১ অক্টোবরর বেলা সাড়ে ১০টা নাগাদ ওই গ্রামের বাসিন্দারা বড়দা-সুলতানপুর রাস্তা অবরোধ করেন। ওই গ্রামের বাসিন্দারা বলেন, ওই সড়কের মারিচ্যা বাসস্টপ থেকে শিমুলিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। ফলে মারিচ্যা,দন্দিপুর, শ্যামসুন্দরপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। বেহাল রাস্তার জন্য প্রত্যেকদিন অঘটন ঘটছে। আজ বেশ কিছুক্ষণ অবরোধ চলে। তারপরই ঘাটাল থানার এ.এস আই কৌশিক সেনের আশ্বাসে অবরোধ ওঠে।