তনুপ ঘোষ: সাত সকালে দু’জায়গায় উদ্ধার হল দুটি বিষধর সাপ। দাসপুর-২ ব্লকের ইসবপুরে অনুপ মণ্ডল নামে এক ব্যক্তি মাছ ধরার জন্য মাঠে ঘুনি দিয়েছিলেন। আজ ১৬জুন সকালে গিয়ে দেখা যায় ঘুনির মধ্যে একটি গোখুরো সাপ। আতঙ্কে সাপটি দেখে না মেরে তিনি বনদপ্তরে খবর দেন।
অন্যদিকে চন্দ্রকোণা-২ ব্লকের বৈকন্ঠপুর গ্রামে মাছ ধরার জালে আটকা পড়ে বিশাল আকারের গোখুরো সাপ। প্রায় ৮ ফুট লম্বা সাপটিকে দেখে বনদপ্তরে খবর দেওয়া হলে সুলতাননগর বিটের বনদপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, সাপটির শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে।