মনসারাম কর,স্থানীয় সংবাদ, ঘাটাল: চলছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাস অবস্থা দক্ষিণবঙ্গের। এমন পরিস্থিতিতে স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনেছে রাজ্য শিক্ষা দপ্তর। এই গরমে স্কুলের সকল পড়ুয়াদের জন্য এক অভিনব উদ্যোগ দেখা গেল ঘাটালের কোমরা বালিকা উচ্চবিদ্যালয়ে। মিড-ডে-মিল খাওয়ানোর আগে দ্বিতীয় পিরিয়ডের পর সকল পড়ুয়াদের দেওয়া হল ওআরএস জল। স্কুল কর্তৃপক্ষের এমন মানবিক ভূমিকায় খুশি ওই স্কুলের সকল পড়ুয়া।
Home এই মুহূর্তে শিক্ষা/সাহিত্য/সংস্কৃতি পড়ুয়াদের জন্য স্কুল কর্তৃপক্ষের অভিনব উদ্যোগ, গরমে মিড-ডে-মিলের আগেই ওআরএস জল দেওয়া...