ক্ষীরপাইয়ের বিখ্যাত বাবরসা সহ অন্যান্য মিষ্টি এবারে জামাইষষ্ঠীতে কতটা বিক্রি হবে, চিন্তিত মিষ্টি ব্যবসায়ীরা

তনুপ ঘোষ👆স্থানীয় সংবাদ•ঘাটাল: এবারের জামাইষষ্টীতেও মিষ্টি বিক্রি তলানিতে, ক্ষতির মুখে মিষ্টি বিক্রেতারা। একদিকে সংক্রমণ আর লকডাউনের গেরো অন্যদিকে টানা বৃষ্টি দুইয়ে মিলে এবছরও জামাইষষ্টীর আনন্দ একেবারে ফিকে। ঘাটাল মহকুমার অন্যান্য মিষ্টি বিক্রেতা সহ ক্ষীরপাই এলাকার মিষ্টি বিক্রেতা অরুপ শাসমল, প্রদীপ মন্ডল’রা  জানালেন, অন্যান্য বছরের মত এবছর  বাবরসা সহ অন্যান্য মিষ্টির চাহিদা সেভাবে দেখছি না।  স্বাভাবিক সময়ে আমরা জামাইষষ্ঠী উপলক্ষে, ৬০ কেজি ছানার  কাজ করতাম। বর্তমানে লকডাউনের কারণে বাস বন্ধ থাকায় পাঁচ ভাগের এক ভাগ মিষ্টি তৈরি করেছি তাও বিক্রি হচ্ছে না। গতবছর লকডাউনের জামাইষষ্ঠীতে মিষ্টি তৈরি করে  যে ক্ষতির সম্মুখীন হয়েছিলাম এবছর তার থেকেও বেশি। প্রসঙ্গত ক্ষীরপাই এলাকায়  জামাইষষ্ঠীকে কেন্দ্র করে একসময় বাবরসার চাহিদা থাকতো তুঙ্গে। জামাইষষ্ঠী স্পেশাল মিষ্টি হিসাবে বাবারসা  ক্ষীরপাই ছাড়িয়ে জামাইদের জন্য ভিন রাজ্য যেত। বর্তমান পরিস্থিতিতে তা একেবারেই ক্ষীণ। কপালে চিন্তার ভাঁজ মিষ্টি ব্যবসায়ীদের। 

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015