নিজস্ব সংবাদদাতা: সন্তান কামনায় কার্তিক পুজো করে কেন তাকে রাস্তায় বসিয়ে রাখে মানুষ? দিনের পর
দিন পড়ে থাকা মূর্তির গায়ে কুকুর মূত্র ত্যাগ করে, বেড়াল আঁচড়ে দিয়ে চলে যায়। কিছুদিন পর থেকে মূর্তিগুলোর মধ্যে বিকৃতি আস্তে শুরু করে। যা পথচলতি মানুষদের একটুও ভালো লাগে না। বিসর্জন করে দিলে কার্তিক মূর্তির এই দশা হতো না। অনেকেই বিসর্জনের পক্ষে। আবার অনেকে কুসংস্কার মুক্ত নন বলে মূর্তি এভাবে ফেলে আসেন। কোনটা ঠিক, আর কোনটা ঠিক নয় সেটা নিয়ে বির্তকে অবতারণ করা হচ্ছে না। কিন্তু চোখের সামনে পুজো করা মূর্তিটির ‘ছাল-চামড়া’ ছাড়ানো, হাত ভাঙা অবস্থায় দেখতে খুবই খারাপ লাগে। এনিয়ে কে কী বলছেন, শুনে নেব।