মৌমিতা দাঁ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চরম আর্থিক সঙ্কটে ভুগছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তাই তিনি বর্তমানে অর্থের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীদের কাছে আর্থিক সহযোগিতা চাইছেন। অনেকেই জয়ের আবেদন শুনে সহযোগিতাও করছেন বলে জানা গিয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












