মনসারাম কর: বেকার যুবক-যুবতীদের চাকরির জন্য আগামী ১৪-১৫ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও বিভিন্ন শিল্প ও বাণিজ্য সমিতির যৌথ উদ্যোগে জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে হতে চলেছে কর্মসংস্থান মেলা। অনলাইনে ৫ সেপ্টেম্বর থেকেই চলছে তার ফর্ম ফিলাপ। এই ফরম ফিলাপ করা যাবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এই মেলায় বেসরকারি ছাড়া সরকারি চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। অনলাইনে আবেদনকারীরা যোগ্যতার মাপকাঠিতে শুধুমাত্র বেসরকারি ক্ষেত্রেই সংশ্লিষ্ট সংস্থার পরিচালক এবং আধিকারিক গনের মাধ্যমেই চাকরি পেতে পারবে। চাকরিতে যোগদানের সমস্ত শর্তাবলী ও বেতন কাঠামো, চাকরির মেয়াদ ও স্থান, প্রভৃতি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার দ্বারাই নির্ধারিত হবে। সরকারি উদ্যোগে এই মেলা হলেও পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন বা মেলা আয়োজন কমিটি চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান সুনিশ্চিত করার কোনও দায় গ্রহণ করবে না।
বেসরকারি ক্ষেত্রে চাকরি করতে ইচ্ছুক এমন কর্মপ্রার্থীদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপের অনলাইন ওয়েবসাইট হল www.jobfair.org.in অনলাইনে ফরম ফিলাপ করার সময় আবেদনকারীর বায়োডাটা জমা করতে হবে এবং ফর্ম ফিলাপের পর ইমেলের মারফত একটি শংসাপত্র পাওয়া যাবে। এই শংসাপত্র দেখালে তবেই চাকরিপ্রার্থীদের মেলায় প্রবেশের অনুমতি মিলবে এমনটাই জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার এক সরকারি বিজ্ঞপ্তিতে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












