আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অপরাধে স্বামী, শ্বাশুড়ি, ননদ সহ শ্বশুরবাড়ির মোট পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিল ঘাটাল মহকুমা আদালত। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আজ ৩১ মে সেই সাজা ঘোষণা করলেন ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা জজ সঞ্জয়কুমার শর্মা। ঘটনা দাসপুর থানা এলাকার। গৃহবধূর স্বামী নির্মল রায় ও শাশুড়ি প্রভাবতী রায় সহ শ্বশুরবাড়ির মোট পাঁচজন সদস্যের যাবজ্জীবন এবং দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে ৩০ আগস্ট মাসে দাসপুরের বাসিন্দা নির্মল রায়ের স্ত্রী রুমা রায় যখন ঘুমাচ্ছিলেন তখন তাঁর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করে। এই ঘটনার সঙ্গে জড়িত ছিল শাশুড়ি প্রভাবতী রায়, ননদ মলিনা সিংহ, ভাসুর প্রদ্যুৎ রায় ও তার স্ত্রী তপতী রায়। এরপর শ্বশুরবাড়ির সদস্যরাই রুমাদেবীকে দাসপুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই মৃতদেহ ফেলে তারা পালিয়ে যায়। রুমাদেবীর বাপের বাড়ি ডেবরা থানায়। সেখানে খবর পাঠানো হয়। বাপের বাড়ির লোকজন এসে রুমাদেবীর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন দাসপুর পুলিশে। অভিযোগ পেয়ে পুলিশ গৃহবধূর স্বামী, শাশুড়ি সহ বাকিদের গ্ৰেপ্তার করে। তিনমাস পর তারা জামিনে ছাড়া পেয়ে যায়। অবশেষে দীর্ঘ ন’বছর পর সেই মামলার রায় বেরোলো আজ। রুমাদেবীর বাবা-মা ও ভাই অশ্রুসিক্ত চোখে বলেন, বিয়ের কয়েকমাস পর থেকেই মেয়ের ওপর নানারকম শারীরিক অত্যাচার করা হত। তারপর শেষ পর্যন্ত আমাদের মেয়েকে একেবারে প্রাণে মেরে ফেলে ওরা। আমরা আদালতের রায়ের অপেক্ষায় ছিলাম। দোষীরা যে শাস্তি পেয়েছে এতেই আমরা খুশি। মেয়েকে তো আর ফিরে পাবো না তাই এটাই মনের সান্তনা।