সৌমেন মিশ্র: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতিনটি বসত বাড়ি। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য দাসপুর(Daspur) থানার রানিচক(Ranichak) এলাকায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ এই ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে দাসপুর থানার রানিচক গ্রামে রূপনারায়ন নদীর (Rupnarayan river) পাড়ে থাকা অশোক সংগ্রাম, সত্য সংগ্রাম এবং স্বপন সংগ্রাম নামের তিন ব্যক্তির মাটির বাড়ি(mud house)। বাড়ি ভাঙার শব্দে বাড়ির সদস্যরা কোনোক্রমে তড়িঘড়ি ছুটে প্রাণে বাঁচেন তবে চাপা পড়েছে বাড়ির মধ্যে থাকা বহু আসবাবপত্র ও নথি। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এলাকার শাসক দলের নেতারা। পৌঁছে যান জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহরায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নাফিসা বেগম সহ অন্যান্যরা। কথা বলেন বাড়ির সদস্যদের সঙ্গেও। প্রাথমিকভাবে ঘটনাটি খতিয়ে দেখা হয়। আপাতত ওই বাড়ির সদস্যরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সৌমিত্র সিংহরায়।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











