ঘাটালে বন্যা বাড়ছে: জলে ডুবে গেল দুর্গাপুজোর মণ্ডপ, উদ্যোক্তাদের মাথায় হাত

রবীন্দ্র কর্মকার: ঘাটালে বন্যা বাড়ছে। বেশ কয়েকটি দুর্গাপুজো মণ্ডপ বন্যার জলের তলায়। কীভাবে পুজো

 

হবে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ কর্মকর্তাদের।  ঘাটাল পুরসভার ১ নম্বর ওয়ার্ডের শুকচন্দ্রপুর আগমনী স্টার পুজো কমিটি এবং ১০ নম্বর ওয়ার্ডের গড়প্রতাপনগর ১০এর পল্লি সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ বন্যার জলে  জলমগ্ন। টানা বৃষ্টির জন্য এমনিতেই এখনও মণ্ডপ তৈরির কাজ শেষ করতে পারেননি উদ্যোক্তরা তার ওপর পুজোর মণ্ডপের মধ্যেই অনেকটা করে জল দাঁড়িয়ে পড়ায় উদ্যোক্তারা দুশ্চিন্তাগ্রস্ত।  মণ্ডপ তৈরির কাজ চালিয়ে যাওয়া তো দূরের কথা। মণ্ডপের কাছে যেতে হলে জল পেরোতে হচ্ছে।  এই মুহুর্তে মণ্ডপ সম্পূর্ণ করার কথা বাদ দিয়ে  কী করে জপেতপে পুজো সারবেন তা নিয়েই নানান পরিকল্পনা করে চলেছেন পুজো কমিটির কর্মকর্তারা। এই ছবিটি ঘাটাল শহরের ১০ এর পল্লি  গড়প্রতাপনগরের। কমিটি তামিলনাড়ুর আদিযোগীর আদলে মণ্ডপ তৈরি করছে।পুজো মণ্ডপের ভেতরেই এখন হাঁটু সমান জল। এখন যা অবস্থা তাতে এই মুহূর্তে নদীর জল কমার কোনও সম্ভাবনা নেই। বরং জল বাড়ার আশঙ্কা রয়েছে। তবুও এই অবস্থাতেও মণ্ডপ তৈরির কাজ থেমে নেই। একই বিপত্তি ঘাটাল পুরসভার ১এর পল্লির। তাদের এবারের    থিম রয়েছে কর্ণাটকের মন্দিরের আদলে মণ্ডপ। পুজো আর কদিন বাকী। মণ্ডপ তৈরির বর্তমান দৃশ্য এই। মণ্ডপে তো পুজো করার কোনও রকম সম্ভাবনা নেই বলে মনে করছেন উদ্যোক্তারা। সামনের স্কুলে পুজো করা যায় কিনা তা নিয়েই ভাবছেন উদ্যোক্তারা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!