আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল কলেজের স্নাতকোত্তর স্তরে ফি বৃদ্ধির প্রতিবাদে পথ অবরোধ করলেন ছাত্রছাত্রীরা। আজ ২৮ জুলাই বুধবার দুপুরে ওই কলেজের স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা পথ অবরোধ করলেন। ঘাটাল পাঁশকুড়া সড়কের উপর ঘাটাল কলেজের গেটের সামনে তাঁরা অবরোধে সামিল হন।
এই করোনা পরিস্থিতিতেও ১৫-২০ হাজার টাকা ফি দিয়ে পরীক্ষায় বসতে হবে। তারই প্রতিবাদ ছিল আজকের অবরোধে। ছাত্রছাত্রীরা বলেন, প্রথমে তাঁরা ফি কমানোর বিষয়টি নিয়ে কলেজের টিআইসি লক্ষ্মীকান্ত রায়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। লক্ষ্মীবাবু কোনও কথা না বলতে চাইলে ছাত্রীরা টিআইসির রুমের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। সেখানেও ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। তারপরই ছাত্রছাত্রীরা কলেজে গেলে রাস্তা ঘিরে অবরোধে সামিল হন। অবরোধের খবর পেয়ে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি ছাত্রছাত্রীদের সমস্যার কথা শুনে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে অবরোধ উঠে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








