শ্রীকান্ত ভুঁইঞা:করোনা আবহে দেশ জুড়ে দেখা দিয়েছে রক্তের সংকট,সেই রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন রক্তদান উৎসব জেলার ব্লকগুলির অন্তর্গত প্রতিটি গ্রামপঞ্চায়েত।সেই নির্দেশ মেনে আজ ৩০ সেপ্টেম্বর বুধবার দাসপুর-১ ব্লকের নন্দনপুর-২ গ্রামপঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির। দাসপুর বিধায়ক মমতা ভুঁইয়া,দাসপুর-১ ব্লক সভাপতি সুনীল ভুঁইয়া,দাসপুর-১ বিডিও বিকাশ নস্কর,জয়েন বিডিও সুভাষ টুডু,জেলা সদস্যা কৃষ্ণা দোলাই সহ অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে।পঞ্চায়েত সদস্য অলক রায় জানান ২ জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদান করছেন এই শিবিরে রক্তদান শেষে প্রত্যেকটি রক্তদাতাদের পঞ্চায়েতের পক্ষ থেকে একটি করে চারা গাছ উপহার দেয়া হয় সবুজ বাঁচানোর লক্ষ্যে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










