ঘাটালে তৃণমূলের উপর হামলা,আহত হয়ে হাসপাতালে ভর্তি একাধিক।
রবিবার রাতে তৃণমূলের সভা থেকে ফেরার পথে এক গাড়িতে হামলা চালানো হয়েছে বলে তৃণমূলের অভিযোগ।
অভিযোগের তীর বিজেপির দিকেই। ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার খড়ার সিংহপুর সড়কে। এই ঘটনায় ৮জন তৃণমূল কর্মীসমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












