এক দিনে একটি পাগল কুকুর চারটি গ্রামের ৪০ জনকে কামড় দিয়েছিল। বাধ্য হয়ে ক্ষিপ্ত জনতা ২১ অক্টোবর রাতেই কুকুরটি মেরে ফেলার ব্যবস্থা করলেন। চন্দ্রকোণা-২ ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। চন্দ্রকোণা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এক দিনে কুকুরে কামড়ানো বহু রোগী হাসপাতালে এসেছিলেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওই গ্রামপঞ্চায়েতের বড়আকনা, কালাকড়ি, গোপালপুর এবং বারুনিঘাট গ্রামে ২১ অক্টোবর বিকেল থেকে রাত ৮টার মধ্যে একটি পাগল কুকুর মোট ৪০ জনকে কামড়ায়। তার মধ্যে বেশ কয়েক জন শিশু ও মহিলা রয়েছেন। সন্ধ্যার পর থেকেই ওই গ্রামগুলিতে কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে ওই চারটি গ্রামের বাসিন্দারা রাতেই কুকুরটিকে মেরে ফেলার ব্যবস্থা করেন।