এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভাষাদিবসের রাতে দাসপুর চাঁদপুরের মেলায় এক সন্দেহভাজনকে আটক করল পুলিস

Published on: February 22, 2019 । 7:20 PM

২১ ফেব্রুয়ারি মাঝরাতে দাসপুর থানার চাঁদপুর থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় যুবক।

ওই যুবকের মোবাইলে একাধিক জঙ্গি সংগঠনের ছবি পাওয়া গেছে বলে দাবি চাঁদপুরের ভীম মেলা কর্তৃপক্ষের। প্রসঙ্গত চাঁদপুরে ভীম পুজোকে কেন্দ্রকরে সপ্তাহব্যাপী মেলা চলছে। এই মেলায় এই ধৃত যুবক কয়েকদিন ধরেই রাতের দিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল।

ওইরাতে ওই যুবকের কিছু অসংলগ্নতা দেখে স্থানীরা মেলা কমিটিকে জানালে মেলার আয়োজকদের কয়েকজন ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে যুবকটি তার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকায় বললেও নিজের বাড়ির সঠিক ঠিকানা বা ঠিক কী উদ্দেশ্যে ওইরাতে ওই মেলায় ঘোরাঘুরি করছিল তা বলেনি।

মেলা কর্তৃপক্ষের তরফে মেলা কমিটির সভাপতি সৌরভ চট্টোপাধ্যায় জানান,ওই অজ্ঞাত পরিচয় যুবকের থেকে একটি দামী মোবাইল পাওয়াযায়। সেই মোবাইল ঘেঁটে দেখলে দেখা মেলে একাধিক সন্ত্রাসবাদী এবং অস্ত্রসস্ত্রের ছবি।

সৌরভ বাবু বলেন,লোকটিকে একেবারেই সুবিধে জনক মনে হয়নি। আমরা সাথে সাথে দাসপুর থানায় খবর দিই। পরে দাসপুর থানার পুলিস ওই অজ্ঞাত পরিচয় যুবককে নিয়ে যায়।

দাসপুর পুলিসে খোঁজ নিলে যানাযায়,সত্যি সেই যুবকের মোবাইলে কিছু জঙ্গি সংগঠনের ছবি মিলেছে। ছবিগুলির উৎস এবং আদপে ওই যুবকের কী উদ্দেশ্য সে বিষয়ে দাসপুর পুলিসের পক্ষে তদন্ত শুরু হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now