এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ভারতী ঘোষ: দাসপুরে এসে তৃণমূলের কড়া ভাষায় সমালোচনা করলেন বিজেপি প্রার্থী

Published on: March 25, 2019 । 10:01 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুরে এসে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতী ঘোষ। আজ ২৫ মার্চ দাসপুর থানার বেলতলায় ভোট প্রচারে এসেছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। সন্ধ্যার মুখে ডেবরা থেকে ঘাটাল মহকুমার বেলতলায় প্রচারে আসেন বিজেপির এই প্রার্থী। গাড়ি থেকে নামতেই দলীয় কর্মীরা তাঁকে ফুলের মালা পরিয়ে, পুষ্প বৃষ্টি করে অভ‍্যর্থনা জানান।   বেলতলায় তিনি শিশিরের চা দোকানে চা খেলেন ভারতী ঘোষ।  প্রচারে এসে শুধু দোকানে চা-ই খেলেন না। বেলতলার বেশ কয়েকটি দোকানে দোকানে গিয়ে দোকানে দোকানে গিয়ে দোকানদারদের সাথে আলাপচারিতা করেন। সাংবাদিকদের কাছে  ভারতী ঘোষের আশ্বাস, ঘাটাল থেকে  জিতলে তিনি ঘাটাল এলাকাতেই ২৪ ঘন্টাই থেকে মানুষের সমস্যার কথা শুনবেন   তিনি বলেন, উন্নয়ন করার সদিচ্ছা থাকলে উন্নয়ন ঠিকই করা যায়। আমি জিতলে অবশ্যই উন্নয়ন করব। আমি ঝাড়গ্রামে উন্নয়ন করেছি ঘাটালেও পারব। বেলতলায় কিছুক্ষণ থাকার পরই তিনি হরেকৃষ্ণপুরের দিকে চলে যান।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now