ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে একটি মালাবাহী গাড়ি। গাড়িটি দাসপুর থেকে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে পূর্ব মেদিনীপুরের বিখ্যাত তিন তৌড়ি বেগুনবাড়ির কালি পুজোয় যাচ্ছিল। যাবার পথে দাসপুর থানার টালিভাটা ও সুলতাননগরের মাঝে দুপুর প্রায় ১২টা নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক জলাশয়ে পড়ে গেলে ওই গাড়ির ২৫জনই জলে পড়ে যায়। স্থানীয়রা একে একে সকল যাত্রীদের উদ্ধার করে। স্থানীয়দের থেকে জানা গেছে এই ঘটনায় ২৫ জনই কম বেশি আহত,অনেকেরই হাত পা ভেঙেছে,কেউ বা মাথায় চোট পেয়েছেন। আহতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে।
Join our Whatsapp group
দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দাসপুর পুলিস পৌঁছে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিসের তরফে আহতদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়িটির চালক পলাতক। দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের দাবি চালকের অসাবধানতায় এই দুর্ঘটনা। চালক মদ্যপ অবস্থায় ছিল।
এই দুর্ঘটনার জেরে কিছুক্ষন ঘাটাল পাঁশকুড়া সড়কে স্বাভাবিক যানচলাচল ব্যাহত হয়। পরে দাসপুর পুলিসের হস্তক্ষেপে পুনরায় যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরে।