অবশেষে নির্বাচন দপ্তর শোকজ করতে চলেছেন তৃণমূল নেতা অজিত মাইতিকে। হাতে শোকজের চিঠি ধরানোর ২৪ ঘন্টার মধ্যেই উত্তর দিতে হবে।
২০ শে মার্চ প্রার্থী দেবকে মঞ্চে বসিয়ে ঘাটালের একটি কর্মী সভায় দেশের কেন্দ্রীয় বাহিনীর হাত মুচড়ে দিয়ে এবারের নির্বাচন সংগঠিত করার অভয়বাণী কর্মীদের মধ্যে ছড়িয়ে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের সভাপতি অজিত মাইতি। আরও একবার শুনুন অজিতবাবু সেদিন কী বলেছিলেন…
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই গোটা দেশ এখন নির্বাচন বিধির আওতায়। এরই মাঝে কেন্দ্রীয় বাহিনী বা দেশের সেনার প্রতি অপমান জনক মন্তব্যে নড়ে চড়ে বসেছে নির্বাচন দপ্তর। এখন দেখার অজিত মাইতি তাঁর শোকজ চিঠির জবাবে কী উত্তর দেন।