আবারও বেআইনি পানীয় জলের ব্যবসার সন্ধান ঘাটালে


সুইটি রায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমাতে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজিয়ে উঠছে অবৈধ পানীয়জল পরিশ্রুতকরণের ইউনিট। কিছুদিন আগেই ঘাটালের খাদ্য ও সুরক্ষা দপ্তরের আধিকারিকদের হঠাৎ হানায় শহরের মধ্যেই পাওয়া গেছিল বেআইনি জল পরিশ্রুতকরণের ইউনিটের সন্ধান। দেওয়া হয়েছিল সাবধানবাণীও কিন্তু সেই সাবধানবানীকে বুড়ো আঙুল দেখিয়েই রমরমিয়ে চলছে ব্যবসা। আজ ১৫ জানুয়ারি দাসপুর থানার বেলতলাতে আবার এরকম একটি ইউনিটের সন্ধান পেয়ে সেখানে হানা দেন খাদ্য ও সুরক্ষা দপ্তরের আধিকারিক অরুনাভ দে। তিনি জানান ওই ইউনিটটির কোনও লাইসেন্স নেই সাথে নেই জলের গুণগত মান পরীক্ষার কোনও কাগজপত্র। সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও বেআইনিভাবেই এখান থেকে জল প্যাকেজিং করা হচ্ছে। সাবধান করার সাথে সাথে সঠিক কাগজপত্র করানোর জন্য ইউনিটের মালিককে সাতদিন সময় দেওয়া হয়েছে। অন্যথা ওই ইউনিট বন্ধ করার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তিনি আরও জানান বারবার বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্যেও মহকুমাতে এইধরণের ব্যবসা বেড়েই চলেছে। প্রশাসনের একবার সুযোগ দেওয়ার ব্যাপারটা সম্ভবত হাল্কাভাবে নিচ্ছেন অনেকেই। তবে সবারই এটা জানা উচিত প্রয়োজন পড়লে আমরা কড়া পদক্ষেপ নিতেও একটুও পিছপা হব না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com