এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বেআইনি পানীয় জলের কারবার ঘাটালে, খাদ্য ও সুরক্ষা দপ্তরের হানা

Published on: October 9, 2021 । 6:59 PM

সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল:লাইসেন্সহীন মাংসের দোকানের পর এবার বেআইনি জলের কারবার ধরা পড়ল ঘাটালের কুশপাতাতে।আজ ৯ অক্টোবর ঘাটালের খাদ্য ও সুরক্ষা খাদ্য ও সুরক্ষা দপ্তরের আধিকারিক অরুণাভ দে ঘাটাল কুশপাতার একটি জলের প্যাকেজিং ফ্যাক্টরি পরিদর্শন করেন। তিনি জানান, ওই ফ্যাক্টরির কোনও লাইসেন্স তো নেইই সাথে অন্যান্য কাগজপত্রেরও কোনও ঠিক নেই। না আছে ঠিকঠাক পরিশ্রুতিকরণের ব্যবস্থা। অথচ ব্যবসা চলছে রমরমিয়ে। ফ্যাক্টরি মালিককে সাবধান করার সাথে সাথে অবিলম্বে লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র ঠিকঠাক করানোর আদেশ দেওয়া হয়েছে। নাহলে ওই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে। অরুনাভবাবু বলেন,বেশিরভাগ মানুষই এখন সুরক্ষার কথা ভেবে পরিশ্রুত পানীয় জল বা পিউরিফাইং ওয়াটারের দিকে ঝুঁকেছেন। তবে অনেকেরই নিজের বাড়িতে ওয়াটার পিউরিফায়ার বসানোর সামর্থ নেই। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে চলছে পরিশ্রুত পানীয় জলের রমারমা ব্যবসা। তবে সেই জল কতখানি পরিশ্রুত সেটাই প্রশ্ন। নিজেদের ব্যবসার খাতিরে সাধারণের পরোয়াই করে না কিছু অসাধু ব্যবসায়ী। প্রয়োজন পড়লে আমরা এই ধরণের ব্যবসায়ীদের ওপর আইনানুগ ব্যবস্থা নিতেও প্রস্তুত আছি।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]