এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লকডাউন,সচেতনতায় লাঠি হাতে দাসপুরের বাঁধে সুরতপুরের মানুষ

Published on: March 27, 2020 । 6:47 AM

লকডাউন রাস্তা ঘাটে বাজারে লাঠি হাতে দাঁড়িয়ে দাসপুর পুলিস। তাই অলি গলি পথ কিংবা পুলিসকে এড়িয়ে দাসপুরের সাহেবঘাট সুরতপুরের বাঁধের রাস্তা দিয়ে অনেকেই পৌঁছে যাচ্ছে ঘাটাল,দাসপুর।

কারনের থেকে অকারনের ঘোরাফেরা মানুষজনের। শিলাবতী কংসাবতী নদী বাঁধ ধরে দিনে কয়েকশত মানুষ রাজনগর দিয়ে সাহেবঘাট সুরতপুর হয়ে পৌঁছে যাচ্ছে ঘাটাল,দাসপুর। আর এই অবাধ যাতায়াত আটকাতে এবার পুলিসের জায়গায় লাঠি হাতে তুলে নিলেন দাসপুর ১ ব্লকের সুরতপুর গ্রামের মানুষ।

সকাল থেকে সুরতপুর গ্রামের কয়েকজন পালা করে রাস্তায় দাঁড়িয়ে রীতিমতো জিজ্ঞাসাবাদ করে তবেই যাতায়াতের পথ ছাড়াছেন। উপযুক্ত কারণ না দর্শাতে পারলেন বাড়ি ফেরত।

ওই গ্রামের বাসিন্দা সুব্রত মণ্ডল জানিয়েছেন, করোনা রোধে গ্রামে বিন্দু মাত্র সচেতনতা লক্ষ্য করছি না। যে কোনো মুহূর্তে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেতে পারে,আমরা এখনই বাইরে বেরোনো বন্ধ না করলে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭