এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

সোনার মোহর নাকি গুপ্তধন? কী আছে সিন্দুকে? রহস্যময় সিন্দুক ঘিরে চাঞ্চল্য ক্ষীরপাইয়ে

Published on: August 21, 2023 । 9:15 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: গুপ্তধন নাকি সোনার মোহর, কী আছে ওই গোপন সিন্দুকে? এই রহস্যই আজ ঘুরে বেড়াচ্ছে ক্ষীরপাই জুড়ে।[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিকাশ রায়ের ১৫০ বৎসর আগের মাটির ভাঙাচোরা বাড়ি জেসিবি মেসিন দিয়ে ভাঙার কাজ চলছিলো। মাটির নীচে গর্ত খুলতেই বেরিয়ে এলো রহস্যজনক এক সিন্দুক। সেই খবর এলাকার বাসিন্দারা জানতে পারায় আগ্ৰহের সাথে ভিড় জমান বিকাশ রায়ের বাড়িতে। কী আছে ওই সিন্দুকে? জানার আগ্ৰহ সমস্ত স্তরের মানুষের। সিন্দুক খোলা হলেই মিলবে যাবতীয় প্রশ্নের উত্তর। তবে এখনও পর্যন্ত সিন্দুক খোলা সম্ভব হয়নি।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now