এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পরিচয় পাওয়া গেল ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনায় আহত ও নিহতের

Published on: June 16, 2020 । 7:24 PM

দাসপুরের সুলতাননগরে মৃত মহিলা আহতের মা নন। পরিচয় পাওয়া গেছে দুর্ঘটনায় আহত ও মৃতের। সম্পর্কে তাঁরা ঠাকুমা ও নাতনি। মৃত ঠাকুমার নাম সামসুনেহার বিবি বয়স ৫৫ এবং নাতনির নাম জুহি খাতুন বয়স ১৩। তাঁদের বাড়ি দাসপুর থানার বাজুয়া গ্রামে।

সাইকেলে করে তাঁরা তাঁদের এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন বলে জানাগেল তাঁদের আত্মীয়দের থেকে। এদিকে ঘাটাল হাসপাতাল থেকে গুরুতর জখম নাতনি জুহিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। দাসপুরের বাজুয়ায় এখন শোখের ছায়া।

উল্লেখ্য আজ মঙ্গলবার বিকেল ৫টার কিছু আগে এক লরির তলায় পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই লরির চাকায় পিসে যান ঠাকুকা। গুরুতর জখম নাতনিকে এক যুবক ঘাটাল হাসপাতালে ভর্তি করেছিলেন। এই দাসপুর পুলিশ ঘাতক লরিটিকে সাথে ধরতে সক্ষম হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭