এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বজ্রাঘাতে উচ্ছে জমিতেই মর্মান্তিক মৃত্যু দাসপুর ধর্মসাগরে

Published on: July 14, 2020 । 9:35 AM

নিজস্ব সংবাদদাতা:মঙ্গলবারের সাত সকালেই অমঙ্গল বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু দাসপুর থানার ধর্মসাগর গ্রামের এক কৃষকের। পরিবার সূত্রে জানাগেছে আজ মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৫টা নাগাদ স্ত্রী ও পুত্রকে নিজের জমি থেকে উচ্ছে তুলতে গিয়েছিলেন ধর্মসাগর গ্রামের বছর ৫১ এর সত্য বেরা। হঠাৎই বজ্রপাত!সেই আঘাত সরাসরি এসে পড়ে সত্যবাবুর উপর।

ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বজ্রাঘাতে জখম হয় বছর ২৫ এর ছেলেও। ছেলে এখন সুস্থ হলেই বাবার এই আকষ্মিক মৃত্যুতে পরিবার সাথে সারা ধর্মসাগর গ্রামে এখন শোকের ছায়া।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭