ঘাটাল মেদিনীপুর সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু বছর ২৮ এর এক যুবকের। যুবকের বাড়ি দাসপুর থানার ডিহিপলসায়। স্থানীয়দের থেকে জানা গেছে আজ ৫ জুন শনিবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ ডিহিপলসার দুলাল দাসের ছেলে রাকেশ ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে স্কুটিতে করে দাসপুরের দিকে যাবার সময় সুরানারায়ণপুরে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি সহ রাস্তার মধ্যে উলটে পড়ে।
মাথায় গুরুতর চোট নিয়ে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা রাকেশকে প্রথমে দাসপুর হাসপাতাল এবং সেখান থেকে ঘাটালে নিয়ে যায়। ঘাটাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। বাড়ির ছেলের এমন অকাল প্রয়াণে দাস পরিবারের পাশাপাশি সারা ডিহিপলসা গ্রামে শোকের ছায়া।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










