শুধুমাত্র চাতাল নয়,রাস্তার নিরিখেও ঘাটাল পাঁশকুড়া সড়ককে পিছনে ফেলেছে ঘাটাল মেদিনীপুর সড়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জোর কদমে চলছে ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর এলাকার রাস্তার দৃঢ়ীকরণ ও প্রশস্তিকরণের কাজ। প্রথম পর্যায়ে এই সড়কের লঙ্কাগড় থেকে রাজনগরের কাজ প্রায় শেষের মুখে।
দেশ ও সভ্যতায় বিকাশ নির্ভর করে উন্নততর যোগাযোগ ব্যবস্থার উপর। ঝাঁ চকচকে রাস্তা পেয়ে দাসপুরের নাড়াজোল লঙ্কাগড় রাজনগর এলাকার মানুষ এখন আধুনিকতার পথে।