এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল-মেদিনীপুরে অবিচ্ছিন্ন যোগাযোগে সড়ক দপ্তরের অভিনব উদ্যোগ

Published on: February 10, 2020 । 7:52 PM


শুধুমাত্র চাতাল নয়,রাস্তার নিরিখেও ঘাটাল পাঁশকুড়া সড়ককে পিছনে ফেলেছে ঘাটাল মেদিনীপুর সড়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জোর কদমে চলছে ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর এলাকার রাস্তার দৃঢ়ীকরণ ও প্রশস্তিকরণের কাজ। প্রথম পর্যায়ে এই সড়কের লঙ্কাগড় থেকে রাজনগরের কাজ প্রায় শেষের মুখে।

দেশ ও সভ্যতায় বিকাশ নির্ভর করে উন্নততর যোগাযোগ ব্যবস্থার উপর। ঝাঁ চকচকে রাস্তা পেয়ে দাসপুরের নাড়াজোল লঙ্কাগড় রাজনগর এলাকার মানুষ এখন আধুনিকতার পথে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now