বাড়ির ছাদেই পোড়াতে হবে বাবার দেহ? মৃতদেহ পোড়ানো নিয়ে চরম উত্তেজনা দাসপুরের গোবিন্দপুরে

নিজস্ব সংবাদদাতা: ছেলে দিল্লি থেকে বাড়ি ফেরার এক দিন পরেই বাবার মৃত্যু। তাই মৃতদেহ পোড়ানো নিয়ে তুলকালাম দাসপুর থানার গোবিন্দপুরে। মৃতের ছেলে বাবাকে বাড়ির ছাদ ছাড়া পোড়ানোর অন্য জায়গা পাচ্ছেন না। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারীর অগ্নিশ্বর চৌধুরী বলেন, দাসপুর থানার গোবিন্দপুরে এক মৃতদেহ পোড়ানো নিয়ে সমস্যা হচ্ছে বলে শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
শনিবার ১৩ জুন বিকেল ৪টা নাগাদ দীর্ঘদিন ক্যানসারে ভুগে মৃত্যু হয় বছর ৭৬ এর গোবিন্দপুরের রতন প্রামাণিকের। ছেলে অসিত প্রামাণিক জানান, শনিবার বৃষ্টি এবং গাছ কাটতে দেরি হওয়ায় আজ সকালে বাবাকে স্থানীয় সরকারি শ্মশানে পোড়াতে গেলে বাধা দেওয়া হয়। সেখান থেকে অন্য একটি জায়গায় পোড়াতে চাইলেও পোড়াতে দেওয়া হয়নি। তাঁর আক্ষেপ এমন হলে বাবাকে পোড়ানোর একমাত্র জায়গা আমাদের বাড়ির ছাদ। স্থানীয় ভিলেজ পুলিশকে জানিয়েও ফল হয়নি। এমতাবস্থায় এলাকায় এখন তীব্র উত্তেজনা।আমাদের প্রতিনিধিকেও ঘটনাস্থলে পৌঁছতে দেওয়া হচ্ছে না।
এদিকে গ্রামবাসীদের অভিযোগ,  মৃতের ছেলে অসিত প্রামাণিক ১২ জুন শুক্রবার দিল্লি থেকে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে ফিরেছেন। সাথে মৃত রতনবাবুও মৃত্যুর আগের দিনই দাসপুরের সামাট গ্রামের মেয়ের বাড়ি থেকে ফিরেছিলেন। তাই করোনা সংক্রমিত হতে পারে আশঙ্কা করেই গ্রামবাসীরা দেশের শ্মাশানে পোড়াতে দিতে রাজি নন।
বলা ভালো বাবার অবস্থা খারাপ সাথে দাদা বাড়িতে ফেরায় একপ্রকার জোরকরেই বাবাকে মেয়ে গোবিন্দপুরে রেখে যায়। মনে করা হচ্ছে এই কারণেই গ্রামবাসীরা আতঙ্কে গ্রামের মধ্যে রতনবাবুকে পোড়াতে দিচ্ছে না। ঘটনাস্থলে দাসপুর পুলিশ পৌঁছাচ্ছে। এখন দেখার প্রশাসন কী ব্যবস্থা নেয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।