ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ঘাটালের এক মিষ্টি দোকানে অভিযান চালাল ঘাটাল খাদ্য সুরক্ষা দপ্তর। ঘাটাল মহকুমা ফুড সেফটি অফিসার অরুনাভ দে এর নেতৃত্বে এই অভিযান চলে। অভিযোগ ছিল দোকানে ক্রেতাদের থেকে বাজারের তুলনায় অতিরিক্ত দাম নিচ্ছেন দোকান মালিক।
দোকান মালিককে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এম আর পি মেনে সঠিক দাম নিতে। অরুনাভবাবু জানান,আজ শুধুমাত্র সচেতন করা হল। ফের অভিযোগ উঠলে তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহন করবে মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তর।
দোকানে অভিযান চালাতে গিয়ে বেশকিছু এঁটো খাবার এবং আঢাকা খাবার পড়ে থাকতে দেখা যায়। খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষে স্পষ্ট জানানো হয়,করোনা পরিস্থিতিতে খাবার সবসময় সুরক্ষিত রাখতে হবে এবং এঁটো খাবার বা বাসন সাথে সাথে পরিষ্কার করে খাবার জায়গা প্রতিবার জীবাণুমুক্ত করতে হবে।