এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় গাছের থেকে মৃতদেহ ঝুলতে দেখে এলাকায় চাঞ্চল্য

Published on: October 14, 2019 । 2:32 PM

আজ সোমবারের সাতসকালেই মাঠের মাঝে এক গাছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোণায়। চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ড নীলাপাট গ্রামে আজ সকালে গ্রামের কয়েকজন মাঠে কাজে যাওয়ার সময় পুকুর পাড়ের এক গাছে যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেলে কিছুক্ষণের মধ্যেই লোকজড়ো হয়ে যায়।

খবর যায় চন্দ্রকোনা থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানাগেছে মৃত ওই যুবকের নাম সৌমেন দলবেরা(১৯) নীলাপাট এলাকায় বাড়ি।
কী কারনে হঠাৎ গলায় দড়ি দিয়ে মৃত্যু?ধন্ধে পরিবার। মৃতের জেঠু পাহাড়ি দলবেরা জানান,প্রনয়ের সম্পর্ক থেকেও ভাইপো আত্মহত্যা করতে পারে। দিনকয়েক আগেই ভাইপোর সাথে একটি মেয়ের প্রনয়নের বিষয়ে জানতে পেরেছিলেন তাঁরা। দিনদুয়েক আগে মেয়ের বাড়ি থেকে ভাইপোকে ডেকে ছিলো,মেয়ের বাড়ি গিয়েছিলো কিনা তা জানেন না পাহাড়ি বাবু।

গতকাল রবিবার রাতে বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল সবাই। আজ সাত সকালেই প্রতিবেশীদের থেকে এই মর্মান্তিক খবর পেয়ে পাহাড় ভেঙে পড়েছিল দলবেরা পরিবারের উপর।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭