এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে পথচারীকে ধাক্কা দিয়ে পালালো যাত্রীবাহী বাস

Published on: February 15, 2020 । 6:59 PM

ঘাটাল পাঁশকুড়া সড়কে এক পথচারিকে ধাক্কা দিয়ে পালালো অজ্ঞাত কোনো যাত্রীবাহী বাস। ধাক্কার সাথে সাথে ঘটনাস্থলেই গুরুতর আহত ওই পথচারী লুটিয়ে পড়েন।

স্থানীয়রা আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঘাটাল হাসপাতালে নিয়ে গেছেন। আহত ওই ব্যক্তির পরিচয় মেলেনি। ঘটনা ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌরা ও সোনামুইয়ের মাঝে দুর্গাপুরে।

আজ ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যে প্রায় ৬টা ৩০মিনিট নাগাদ ওই ব্যক্তি রাস্তার ধারে হাঁটার সময় এক যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালায়। স্থানীয়রা বাসটিকে চিনতে পারেননি। আহত ওই ব্যক্তির পরিচয় মেলেনি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭