সন্তু বেরা:দাসপুর থানায় লাওদায় বিজেপির পার্টি অফিসের চারপাশে ঘাসফুল অর্থাৎ তৃণমূলের পতাকা আর তার জেরেই রবিবারের সকালে উত্তেজনা ছড়াল ওই এলাকায়।
বিজেপির দাবি তৃণমূলই রাতের অন্ধকারে এই কাজ করেছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা জবাব লাওদার ওই এলাকায় তাদের পতাই বাঁধা থাকে। ছিঁড়ে নষ্ট হয়ে যাওয়া পতাকা তাদের ছেলেরাই নতুন করে লাগিয়েছে। সবমিলিয়ে সূর্যগ্রহনের সকালে দাসপুরে বিজেপি তৃণমূলের রাজনৈতিক তর্জা জমজমাট।