ভাইয়ের ঝুলন্ত দেহ দেখে চক্ষু চড়কগাছ দাদার

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ শনিবারের সাত সকালে এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দাসপুর থানার জোতকেশব-কালীতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই গ্রামের যুবক মিলন রানার(২৪) ঝুলন্ত দেহ(dead body) উদ্ধার(rescue) হয় তার ঘর থেকে। পুলিশ(Police) জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের(Post mortem) ব্যবস্থা করা হয়েছে। মৃতের পরিবারের লোকেরা জানান, আজ সকালে মিলনের দাদা প্রদীপ দেখেন ভাইয়ের রুমের দরজা আধ কপাট হয়ে বন্ধ। বাইরে থেকে অনেকবার ডাকাডাকি সত্ত্বেও বন্ধ ঘরের ভেতর থেকে ভাইয়ের কোনও উত্তর আসেনি। কপাট খুলে ভেতরে ঢুকতেই দাদার চক্ষু চড়ক গাছ। সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ভাইয়ের দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবেশীদের ডাক দিয়ে তাদের সহায়তায় ভাইকে নামিয়ে আনেন দাদা। তবে শেষ রক্ষা হয়নি। তৎক্ষণাৎ তাকে গ্ৰামীণ হাসপাতালে(Rural hospital) নিয়ে গেলে চিকিৎসক(Doctor) তাকে মৃত বলে জানায়।

এলাকাবাসীরা জানান, ওই যুবক অবিবাহিত(Unmarried) ছিল। বাড়িতেই পিতলের জিনিসপত্র পালিশের কাজ করতেন দুই ভাই মিলে। সঙ্গে মাইকের ছোটখাটো ব্যবসা ছিল। দাদারও বিয়ে হয়নি। দুই ভাই ছাড়াও রয়েছেন বৃদ্ধা মা। মাকে নিয়ে তিনজনের ছোট্ট সংসার। কী কারণে এমন পথ বেছে নিলেন মিলন তা নিয়ে ধন্দে সবাই। তবে প্রতিবেশীদের কাছ থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, কোনও এক মহিলার সাথে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হত। প্রেম সংক্রান্ত বিষয় নাকি অন্য কোনও কারণ রয়েছে যুবকের মৃত্যুর পেছনে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছেও।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/