তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা শহরে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চন্দ্রকোণা থানার ৬ নম্বর ওয়ার্ড লালবাজারের বাসিন্দা বছর ৪৫ এর শংকর কোটালের ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ ৬ জুলাই মঙ্গলবারের সকালে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে গণ্ডগোল হয় উভয়ের মধ্যে। তারপর আজ সকালে বাড়ির সামনের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখে গ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেন। স্ত্রীর সাথে বিবাদের জেরেই আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। পুলিশ জানিয়েছে মৃতদেহের ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।