সৎ সঙ্গে কী না হয়! মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে টিফিনের খরচ বাঁচিয়ে ছাত্রছাত্রীরা প্রায় কুড়ি হাজার টাকা তুলে দিল প্রধান শিক্ষকের হাতে৷ শ্রেণিকক্ষের মধ্যেই ছাত্রছাত্রীদের অশ্লীল আচরণ বা উদ্যম চটুল নৃত্যের ভিডিও যখন নেট দুনিয়াতে সমলোচনার ঝড় তুলছে, সেই সময় একদল পড়ুয়ার এমন অভিনব ভাবনার প্রশংসায় পঞ্চমুখ সকলেই! ঘাটাল মহকুমার দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এমন ‘ইচ্ছে’ কে স্বাগত জানাচ্ছেন অভিভাবক থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগীরা৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, রোগীদের পাশে দাঁড়াতে চেয়ে ছাত্রছাত্রীরা দিন কয়েক আগে মৌখিক ভাবে তাদের পরিকল্পনার কথা আমাকে জানিয়ে ছিল৷
আগামী ১৫ আগষ্ট ৭৩ তম স্বাধীনতা দিবসের দিনেই রাখী বন্ধন উৎসব৷ চিকিৎসা কেন্দ্রে ভর্তি রোগীদের হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করার সাথে সাথে প্রাতরাশ হিসেবে ফলমুল বিতরণ করার পরিকল্পনা রয়েছে ছাত্রছাত্রীদের৷
একাদশ শ্রেণির ছাত্রী পারমিতা মান্না, সঙ্গীতা সীট,সায়নী দত্ত প্রমুখ বলেন, আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই একযোগে ওই সিদ্ধান্ত নিয়েছি৷ আমাদের সুযোগ মতো বাড়ির চাষের কলা, পেয়ারা, পেঁপে এবং ওই দিন বাজার থেকে কিছু ফল কিনে টিফিনের একটি করে প্যাকেট রোগীদের হাতে আমরা তুলে দেব৷
দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই বলেন, বিষয়টি আমিও শুনেছি৷ এটুকু বলতে পারি সৎ সঙ্গে থাকলে ছাত্রছাত্রীরা কেবল মাত্র পড়াশুনোই নয়, প্রকৃত মানুষ হওয়ার দিকে এগিয়ে যেতে পারে তা ওই স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগ দেখলেই বোঝা যাবে৷
Home এই মুহূর্তে শিক্ষা/সাহিত্য/সংস্কৃতি টিফিনের খরচ বাঁচিয়ে রোগীদের প্রাতরাশের ব্যবস্থা করছে পড়ুয়ারা