একহাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ হল

নিজস্ব সংবাদদাতা: একহাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা আজ সম্পূর্ণ হল। এই সাফল্যকে সামনে রেখে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে আজ  ২ ডিসেম্বর এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মেদিনীপুর সদর সংলগ্ন কেরানিটোলা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায় আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক। যে সকল ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন, তারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ তাদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পত্র তুলে দেওয়া হয় এবং তাদের ব্যাঙ্ক  অ্যাকাউন্টে নির্ধারিত ক্রেডিটের টাকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন স্নাতকস্তরের কোর্স যেমন বি টেক, ব্যাচেলর অফ ডেন্টাল স্টাডিজ, ফার্মাসিস্ট ইত্যাদিতে পাঠরত পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় রয়েছে। ‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!