সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমায় ছাত্রীদের মধ্যে সম্ভাব্য প্রথম ঘাটাল শহরের সৃজিতা সরকার। সৃজিতা এবার যোগদা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সে বার ৬৭৯ নম্বর পেয়েছে। শুক্রবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সৃজিতাই ঘাটাল মহকুমায় ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে। তার বিষয়ভিত্তিক নম্বর বাংলায় ৯৬, ইংরেজিতে ৯৭, অঙ্কে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৮৭ এবং ভূগোলে ৯৯। সৃজিতার ঘাটাল শহরের ১৪ নম্বর ওয়ার্ডে বাড়ি। বাবা রাজীব সরকার পেশায় ব্যবসায়ী, মা সুতপা সরকার গৃহবধূ। দিনে ৯-১০ ঘণ্টা পড়াশোনা করত সৃজিতা। ভবিষ্যতে কী হবে এনিয়ে সে চূড়ান্ত সিন্ধান্ত নেয়নি। তবে ইচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই সে প্রস্তুতি নিতে শুরু করেছে। এই ফলাফলে কিছুটা হতাশ সৃজিতা। কারণ ইতিহাসে তার ৯০এর বেশি পাওয়ার কথা ছিল।।•ঘাটাল মহকুমার স্কুল ভিত্তিক ফলাফল 👉 https://ghatal.net/madhyamik-2023/