এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মহারাজপুর প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন

Published on: January 31, 2024 । 3:20 PM

সোমেশ চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাড়ম্বরে উদযাপিত হল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার ঘাটাল পশ্চিম চক্রের অন্তর্গত মহারাজপুর বান্ধব প্রাথমিক বিদ‍্যালয়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। ১৯৩৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক পোড়িয়া বলেন, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলে বসানো হয় বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। মূর্তিগুলি‌ দান করেছেন ওই বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্র তথা আরিট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক অনিলচন্দ্র খামরুই। সেইসঙ্গে ওইদিন বিদ্যালয়ের নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার জন্য নবীন বরণ উৎসব করা হয়। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষানুরাগী, অভিভাবক, গ্রামবাসীরা উপস্থিতি ছিলেন। ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটালের বিডিও অভীক বিশ্বাস, ঘাটাল পশ্চিম চক্রের অবর বিদ‍্যালয় পরিদর্শক সুদীপ সাহা, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ড: মোহনলাল মণ্ডল, মহারাজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ দত্ত, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক অনিলচন্দ্র খামরুই, চৌকা নেতাজি হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস মাইতি প্রমুখ। বিদ্যালয়ের এই অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছিল।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]