ক’দিনের বৃষ্টিতেই রাস্তার হাল বেহাল,রাস্তার মধ্যে গর্ত,হাঁটু সমান কাদায় যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয়দের বক্তব্য রাজ্য থেকে জেলা,জেলা থেকে ব্লক এমনকি গ্রামেও একই সরকার। অনুষ্ঠানের মঞ্চে বসে বছর বছর রাস্তা সারাই শুধু নয় ঢালাই রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি। কদিনের বৃষ্টির জলে সব ধুয়ে মুছে সাফ।
স্থানীয় সংবাদের ক্যামেরার সামনে মুখ খুললেন দাসপুর ১ নম্বর ব্লকের সাগরপুরের মানুষ। সাগরপুর হাইস্কুল থেকে পীরতলার রাস্তা এভাবেই বছরের পর বছর বেহাল।