দাসপুরে রাস্তা মেরামত শুধুই ছবিতে,বোর্ড বসিয়ে ছবি তুলে বোর্ড নিয়ে পালাতে গিয়ে গ্ৰামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল ঠিকাদার সংস্থার কর্মী

সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রাস্তা মেরামতের কাজ না করেই সরকারি বোর্ড লাগিয়ে শুধুমাত্র ছবি তুলে পুনরায় বোর্ড খুলে নিয়ে চলে যাচ্ছে ঠিকাদারি সংস্থা। হাল ফিরছে না রাস্তার। এই দেখেই গ্রামবাসীরা ঘিরে ধরল ওই ঠিকাদারি সংস্থার কর্মচারীদের। ঘটনা দাসপুর-১ ব্লকের দাসপুর বাজার এলাকায়। দাসপুর থেকে রঘুনাথপুর গ্রামীন সড়ক দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। প্রতিবছর গ্রামীণ সড়ক সারানোর জন্য সরকারিভাবে টাকা এলেও ঠিকাদার সংস্থা শুধুমাত্র বোর্ড লাগিয়ে ছবি তুলে বোর্ড পুনরায় খুলে নিয়ে চলে যায় অভিযোগে স্থানীয় প্রধানও। আজ শনিবারে দুপুরে ওই ঠিকাদার সংস্থার কর্মীদেরকে হাতেনাতে ধরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। ঘটনাস্থলে এসে পৌঁছায় দাসপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাল্টু চক্রবর্তী। তিনি রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। ঠিকাদার সংস্থার উপর সরাসরি অভিযোগ তোলেন। এই ঘটনাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর জুড়ে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।