এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অবরুদ্ধ ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার জালালপুর

Published on: December 17, 2019 । 4:59 PM

অভিষেক মাল: আবার অবরুদ্ধ ঘাটাল পাঁশকুড়া সড়ক,বাড়ি ফেরার পথে নাজেহাল যাত্রী সাধারণ। মঙ্গলবার বিকেলে ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার জালালপুরে রাস্তার উপর গাছের গুঁড়ি রেখে পথ অনরোধ করল এলাকাবাসী। অভিযোগ সোমবারের সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ নেই। দ্রুত এলাকায় আলো আনতেই এলাকাবাসীর এই পথ অবরোধ। প্রসঙ্গত উল্লেখ্য সোমবারের সকালেই ঘাটাল পাঁশকুড়া সড়কের জালালপুরেই এক ট্রাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের অভিযোগ সেই থেকেই তাদের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now