এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার জাড়াতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ,হতাহতের খবর নাই

Published on: July 31, 2019 । 6:05 PM

আজ বিকাল প্রায় ৪টার সময় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার জাড়া বাজারের কাছে এক বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনা ঘটল।

গুরুতর আহত কেউ না হলেও তীব্র জোরে ব্রেক করার ফলে বাসের মধ্যেকার যাত্রীদের কমবেশি চোট লেগেছে। স্থানীয়দের সাথে কথাবলে জানা গেছে রাষ্ট্রীয় পরিবহনের বাসটি বেস গতিতে হলদিয়া যাওয়ার পথে জাড়ার মোড়ে সামনে থেকে আসা এক লরিকে পাস দিতে গিয়ে সামনাসামনি হয়ে পড়ে ও ধাক্কা দেয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭