রবীন্দ্র কর্মকার: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটর বইকে ধাক্কা মারল তেল ট্রঙ্কার। ঘটনা ১ লা জানুয়ারী সন্ধ্যয় ৬ টায় বীরসিংহ সিংহডাঙা এরিয়ায়। মোটর বইকের আংশিক খাতি হয়েছে। ততপরতার সাথে তেল ট্রাঙ্কারটিকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ। মোটর বাইক মালিকের নাম শুকদেব দোলই। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।